দুর্গা পূজার ছন্দ

শরত সকাল হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া
কাশফুল আর ঢাকের তালে
শিউলি নাচে ডালে ডালে
মা আসছেন বছর ঘুরে
পুজোর হাওয়া তাই জগত জুড়ে ।

পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা
পুজো মানে হারিয়ে যাওয়া
প্রেমের ফিরে আসা
পুজো মানে নতুন করে
আবার ভালোবাসা ।

হিমের পরশ লাগে প্রানে
শারদীয়ার আগমনে
আগমনীর খবর পেয়ে
বনের পাখি উঠল গেয়ে
শিশির ভেজা নতুন ভরে
মা আসছেন আলো করে ।

রোদের ঝিলিক শরত আকাশ, শিউলি ফুলের গন্ধ
মা আসছে ঘরে এবার দরজা কেন বন্ধ
পূজো এল তাইতো আবার বাজনা বাজায় ঢাকি
পূজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি ।

ঢাকের তালে ধুনুচি নাচন
এটাই প্রাচীন রীতি
মনের ফ্রেমে বাধিয়ে রেখো
দুর্গা পূজার স্মৃতি ।

ঢাকের কাঠি উঠল বেজে
মা আসছেন সেজে গুজে
চারিদিকে আজ মাতন লাগে
পূজার দিন যেন ভালো কাটে ।

পূজার বাঁশী বাজে দূরে
মা আসছেন বছর ঘুরে
শিউলির গন্ধে আগমনী
কাসের বনে জয়ধ্বনি
নীল আকাশে মাকে খুঁজো
হাসি খুশি কাটুক পূজো ।

ঢাকের আওয়াজ ধাই কুরকুর
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হল মজার খেলা
তাই নিয়ে এই সুখ মন
জানাই তোমায় অভিনন্দন ।

বিজয়া হোক মিষ্টি মুখে
ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান,
এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে,
সবাই কে মা রাখিস সুখে,
বিজয়া হোক মিষ্টি মুখে .

সঙ্গ হলো পুজোর বেলা, আজ মায়ের যাবার পালা,
আসছে বছর আবার হবে, মনে তে এই আসা রবে,
শুরু হলো সিঁদুর খেলা, বিজয়া সারব এই বেলা,
তাই আমার বিশেষ ধারা, এসেমেস এ বিজয়া সারা ,

শুভ বিজয়া

ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন
চললেন মা মহামায়া, আজকে বিসর্জন !
ঢাকের তালে ধুনিচি নাচন
এটাই প্রাচীন রীতি,
মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি !

বিজয়ার অনেক সুভেচ্ছা আর ভালবাসা

ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে ।

অনেক স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে
মা-এর আসা, মা-এর যাব নতুন খুশির নতুন হাওয়া
দুক্ষ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে!

- শুভ বিজয়া

ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরন্দালা,
বিজয়া মানে এগিয়ে চলা.
***শুভ বিজয়া***

পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া ,
মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া.
মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে...

শুভ বিজয়া

দশমীর এই সন্ধে বেলা
সাঙ্গ হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা,
চোখের জল-এ বিদায় বলা ,
মা-এর হলো সময় যাবার
আসছে বছর আসবে আবার.

শুভ বিজয়া.

মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন
সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে..
শুভ বিজয়া ..

সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে.
মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে .
মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে .

শুভ বিজয়া .

বিসর্জনের ঘন্টা বাজে
মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে,
বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে.
শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা

ভালো রেখো মা সবার মন
কুর কুর বাজছে ঢাক, কৈলাস যে দিল ডাক
শুরু হবে সিঁদুর খেলা, মায়ের যে আজ যাওয়ার পালা
বোধন থেকে বিসর্জন, ভালো রেখো মা সবার মন...

*শুভ বিজয়া*

রেখো আমায় নিজের মনে
আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা.
বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা.
আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কেযে জানে,
যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে ..
শুভ বিজয়া

বিসর্জন মানে আবার আসবে ফিরে, খুসি থাকুক সর্বদা তোমায় ঘিরে.
দশমীর আত্মীয়তা, একটু মিস্তিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে

ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ..., প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ..
"শুভ বিজয়া"

পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন,
নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন .
শুভ বিজয়া

উত্সবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মা কে, বিদায়ের সুর বাজবে ঢাকে
এটা আমাদের নতুন ধারা. এসেমেস-এ বিজয়া সারা .

রাজপথ থেকে অলি গলি
মা বলছেন এবার চলি
আবার আমি আসবো ফিরে
থাকিস তোরা শান্তির নীড়ে ।
মোবাইল যুগের এটাই ধারা
এসএমএস আ বিজয়া সারা ।

কৈলাস যে দিলো ডাক
সপ্তমীতে নাচানাচি
অষ্টমীতে ভোজন
নবমীতে ঘুরে ফিরে হাফিয়ে লোকজন

সুখে দুঃখে উদাস হওয়া
তিন দিনের এই চাওয়া পাওয়া
সব পেরিয়ে আজ বিজয়া
শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া
মন বলে আজ ঢাকের রবে
আসছে বছর আবার হবে ।
শুভ বিজয়া ।

সপ্তমী , অষ্টমী, নবমী গেলো এল পুজোর শেষ
মনে তবু রয়ে গেল আনন্দেরই রেশ
দশমী আবার দিয়ে গেল আগামী পূজোর আশা
শুভ বিজয়ার সঙ্গে জানাই প্রীতি ও ভালোবাসা ।

ষষ্ঠীতে থাক নতুন চাওয়া,
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমীতে,
আড্ডা জমুক নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ,
পুজ এবার তোমার খুব ভালো কাটুক।

অনেক স্বপ্ন পুরন করে
মা চলে জান কোন সুদূরে
মায়ের আশা মায়ের যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া
দুঃখ করে লাভ কি তবে
আসছে বছর আবার হবে ।

ঢাকের আওয়াজ ধাই কুর কুর/
শোনা যাই ওই আগমনীর সুর/
মায়ের এবার আসার পালা/
শুরু হলো মজার খেলা/
তাই নিয়ে এই সুখী মন/
জানায় আগাম অভিনন্দন/
সুভো মহালয়া।