💕শুভ বন্ধুত্ব দিবস💕

👬HAPPY FRIENDSHIP DAY👬
সব ধরনের  ছন্দ কবিতা পেতে হলে Android Apps টি Download করে নিন
  • আমি মেঘের মতো চেয়ে থাকি,

চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি,
বৃস্টির মতো কাঁদি, দূর থেকে বন্ধু আমি,
শুধু তোমার কথা ভাবি ।


শুভরাত্রি বন্ধুত্ব দিবস
বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি !!
বিধাতার হাতে লিখা,
কার সাথে কার হবে দেখা ।
কেউ যানে না কবে কখন ,
কার সাথে গিয়ে মিলবে জীবন ।
তবুও থাকে একটি চাওয়া,
মনের মত বন্ধু পাওয়া 
রাতের রঙ কালো, জোসনা দেয় আলো ।
আকাশের রঙ নিল, তারা ঝলে ঝিলমিল ।
গোলাপের রঙ লাল, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল ।
প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার,
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।
একটা জীবন মানে একটা গল্প,
একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,
একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন ,
একটা মিলন মানে একটা সুখের সর্গ ,
আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরনা ।
ভালো লাগার কিছু স্বপ্ন , মন ছুঁয়ে যায়,
ভালো লাগার কিছু গল্প, জীবন রাঙায় ,
ভালো লাগার কিছু মানুষ , বন্ধু হয়ে রয় ,
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।
ফুল ফুটেছে সারি সারি ,
বন্ধু আসবে কবে আমার বাড়ি ,
দেখবো তোমায় দুচোখ ভরে,
আকব ছবি জতন করে,
আসো যদি আমার বাড়ি,
খেলবো দুজন লুকোচুড়ি ।
যতই আমি থাকি দূরে,
তোমায় ভীষণ মনে পড়ে,
আছি আমি তোমার ভাবনায় চিন্তায়,
তোমার মন আকাশে,
কালও ছিলাম আজও আছি,
তোমার পাশে পাশে বন্ধু ।
সুন্দর এই প্রিথিবি, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, সৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??
Aankhon ki saja tab tak hai jab tak didar na ho,
Dil ki saja tab tak hai jab tak pyar na ho,
Yeh zindagi bhi ek saja hai ae mere dost,
Jab tak aap jaisa koi yar na ho…
Happy Friendship Day
Prem korle ‘Parishaan’ hoe jai
Biye korle ‘Sharabi’ hoe jai
Divorce dile ‘Devdas’ hoe jai
Aur Friendship korle “Mobbile Te Balance” ses hoe jai!!! 😛
Happy Friendship Day
Dost hai mera bahaaron jaisa
Dil hai uska dildaaron jaisa.
Bohat dost nahi rakhte hum magar
Mera ek hi dost hai hazaaron jaisa
Happy Friendship Day
Bondhu jokhon ekla robe
Amar kotha vebo
Tomaar joto kana ache sob muche debo
Jokhon abar notun kore uthbe tumee hese
Takiye dekho royechhi aami tomaar ase-pase
Happy Friendship Day
Zikar hua jab Khuda ki rehmaton ka
Humne khud ko khushnaseeb paya
Tamanna thi ek pyaare se dost ki
Khuda khud dost bankar chala aaya
Happy Friendship Day
Dosti Pe Jina Dosti Pe Marna..
Sachcha Dost Na Mile To Dosti Na Karna..
Dosti Phool Hai Usko Sambhal Ke Rakhna,
Tute Na Dil Kisi Ka Itna Khyal Rakhna…
Happy Friendship Day …
Vulte Pari Tomai Aami,
Jeidin Jabo Chole,
Ei Prithibhi Chere Jabo Nilakaser Kole,
Vabbe Sedin Apod Gache,
Besh Hoyeche Jak,
Jala Jantroner Pagol Ta Nil Akasei Tha.
Happy Friendship Day
Rishton ki dori kamzor hoti hai,
Aankhon ki baatein dil ki chor hoti hai,
Khuda ne jab bhi pucha dosti ka matlab,
Hamari ungli aapki taraf hoti hai.
Happy Friendship Day.
Tumhi akhon bondhu, Amaar khub dear.
Amaake Rakho tomar, Ridoyer near.
God chara kaoke tumhi, Korona fear.
Dekhbe jibone tomar, Asbe naa tear.
Happy Friendship Day
Sopno’ holo chokher sathi.
Nil jonaki rater bati.
Mon holo ek mayabi pakhi.
R Bondhu holo suk- dukher sathi
Happy Friendship Day

Bondhu maane Paros Pathor
Chulei pare sona Bondhu mane
Lakkichara badon na manaa
Bondhu maane Bhumi maje Cactus hoe thaaka
Moner maje sreetigulo Fossils kore raakha

Joto bhalobasaa peyechi tomaar kach thake
Dustu aaii mon chai aro besi pete
Kee jani tomar modhe ki ache
Ke mon chai tomake aro besi kore kache pete.!!

Ador kore message dilam,
Joton kore rekho
Amar kothaa mone hole inbox khule dekho
Valo jodi lage 2mar draft-e jayga dio
Naa lagle delete kore dio.

Bristee Vejaa amar akaas,
Monta tai vishon udaas,
Udaas meghar sathe misti kaadon,
Dui noyone ojhor srabon,
Aami achi jemo temo, Bandhu tumi acho kemo?

Hariye geche onek ki6ui sokal thake rat,
Hariye geche pasaapasi aakre dhora haat,
Hariye geche prothom preme tukro hoye mon,
Cholte cholte hariye geche bondhu kotojon.

Tumi akhon bondhu…Amar khub dear.
Amake rakho tomar… ridoyer near.
God chara kaoke tumi…korona fear.
Dekhbe jibone tomar…Asbe na tear.

Raat sundor chad utle,
Dine sundor surjo utle,
Sopno sundor puro hole,
Jibone sundor tumaar moto bondo takle…
আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তারার মতো জ্বলে থাকি,
বৃস্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি,
শুধু তোমার কথা ভাবি ।
Phool er sugondho thakook tomaar saathe,
Surya er alo thakook tomaar saathe,
Tomar hasi thakook sob somay tomaar saathe,
R tumi amar saathe theko.

Kichu raat sopner,
kichu sreeti koster,
kichu somoy abeger,
kichu manus moner,
kichu bondhu chirodiner.

Jaani naa k kal kothai robe
Ki pabe ar ki harabe
Diner shese jokhon eshe
Chobe aamay dhusor alo
Bhabo aami ekla bose bappa to u
Bondhoora sob ache bhalo

আমাদের জীবনে বন্ধুদের গুরত্ব বেশ, বন্ধু ছাড়া আমাদের মত অমানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব।  বেঁচে থাকা, বড় হওয়া, বুড়ো হওয়া এমনকি প্রাপ্ত বয়স্ক হওয়াতেও সঙ্গে থাকে। জীবনের প্ৰথ ফেল করা হোক বা জীবনের প্রথম প্রেম সবটাই আমরা করি কোনো এক বন্ধুর ঠেলা খেয়ে, একজন কেউ পেছন থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় না বরং এক সাথে এগিয়ে যায় আমাদের সাথে একসাথে। জীবনে আমাদের সমস্ত সাফল্যের স্বাদস করে তোলে আরো মিষ্টি ও ব্যর্থতার কষ্ট ভুলিয়ে করে তোলে আরও শক্ত করে তোলে নিজের পথে লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলার জন্য। আমাদের জীবনে সেই সমস্ত বন্ধুদের জন্য এই লেখা টি
 শুভেচ্ছা বন্ধুত্বক দিবস

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর এসএমএস করতাম ?



বন্ধুত্ব মানে-
বয়সের সাথে বয়সের মিল নয়
বন্ধুত্ব মানে-
মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়।

বন্ধুত্ব মানে-
একাকীত্বের প্রতি অভিশাপ
বন্ধুত্ব মানে-
খুব প্রয়োজনে, খুঁজে পাওয়া ওই দুটি হাত।

বন্ধুত্ব মানে-
কবিতা কিংবা গানে
শব্দে-বর্ণে ছন্দের মতো নয়
বন্ধুত্ব মানে-
ছবির মতো করে
চোখে চোখ রেখে কথোপকথন নয়।

বন্ধুত্ব মানে-
মাটি আর আকাশে
সুদূরপ্রান্তে সংঘবদ্ধ দাবি
বন্ধুত্ব মানে-
সাগর-ঝর্ণা মাঝে
মিলনের তলে বয়ে চলা কোন নদী।

বন্ধু আমার, যেখানেই থেকে যাও
খুঁজে পেতে পারি হঠাৎ স্মরণে
বন্ধুত্বের ছলে, ছলে-বলে-কৌশলে
ধরা দিয়ো না মিছিমিছি ভালোবেসে;
বন্ধুত্ব মানে-
গোটা পৃথিবীটা তোমার
হতে পারে বন্ধুত্বের দাবিদার
বন্ধু আমার, বন্ধু তোমার,
বন্ধু তুমি হয়ে যেতে পারো সবার।

বন্ধুত্ব মানে-
বয়সের সাথে বয়সের মিল নয়
বন্ধুত্ব মানে-
মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়